ইমারন হোসাইন, সিরোজগঞ্জ : সিরাজগঞ্জে করোনা টিকা সংকটের কারণে সাময়িকভাবে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। টিকা সংকট দেখা দেওয়ায় কাউকে আর টিকা দেওয়া হচ্ছে না। টিকা না পেয়ে লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে হচ্ছে।

টিকা নিতে আসা লোকজন জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে টিকা পাননি।

এ নিয়ে চরম ক্ষুব্ধ হন টিকা নিতে আসা ব্যক্তিরা। তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা হয়ে ফিরে যান। এরকমই একজন সোহানুর ইসলাম বলেন, বুধবার দীর্ঘক্ষণ লাইনে থাকার পরেও টিকা নিতে পারিনি। টিকা নেই সেটা জানতে পারলে এত কষ্ট করে দাঁড়ি থাকতে হতোনা।

অন্য আরেকজন জয় বলেন, টিকার ম্যাসেজ পেয়ে টিকা নিতে এসেছি। অনেক দূর থেকে এসে দেখি টিকা নেই।

এদিকে বুধবার সকাল থেকে টিকা দেওয়া শুরু হলে তা অল্পক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ রয়েছে টিকা কার্যক্রম।

এদিকে হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা এক কর্মচারী জানান, টিকা সংকটের কারণে তারা লোকজনকে টিকা দিতে পারছেন না।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা.রামপদ রায় জানান, টিকা নেই এখন তাই টিকা দেওয়া বন্ধ আছে। টিকা ঢাকা থেকে পৌঁছালে আমরা আবার শুরু করব।

(আই/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২১)