লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা, পাবলিক লাইব্রেরী ও টাউন হলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত জগদীশ চন্দ্র সাহা পঞ্চুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী ও টাউন হল মিলনায়তনে প্রতিষ্ঠানটির সদস্যদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। শোকসভায় পাবলিক লাইব্রেরী ও পৌর মেয়র আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান। সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুনছুর আহম্মদ, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় বক্তারা পঞ্চু বাবুসহ সকল প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। এসময় তাদের প্রয়াতদের স্বরণ করে তাদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। ৬০এর দশকে সেরা গোলরক্ষক হিসেবে পঞ্চু বাবুর ক্রীড়াঙ্গনের অবদানও তুলে ধরেন বক্তারা।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র সাহা পঞ্চু ৬ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।পরে রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে তার শেষকৃতকার্য সম্পন্ন হয়।

(এসএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২১)