আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪০ বোতল ফেন্সিডিলসহ রাশেদা আক্তার টুলু (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ইন্দইল ব্র‍ীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাশেদা আক্তার টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকিমারি গাঙ্গ মাতাল গ্রামের মৃত আয়নাল হক মন্টুর স্ত্রী। বর্তমানে রাশেদা আক্তার টুলু সান্তাহার টিয়রপাড়া গ্রামে বসবাস করতেন। আজ দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ বলেন, শনিবার সকালে রাশেদা আক্তার টুলু ট্রেনযোগে মাদক নিয়ে হিলি থেকে সান্তাহারে আসেন। পরে তিনি বিক্রির উদ্দেশ্যে বাই রোডে পাবনা যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ইন্দইল ব্রীজ সংলগ্ন এলাকায় আসতেই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রাশেদা আক্তার টুলু বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ০২, ২০২১)