রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহকৃত ত্রাণ সামগ্রী চুরির ঘটনায় মামলা হয়েছে পিয়নদের নামে। মামলাটি দায়ের করেন উপজেলা পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) কার্যালয়ের অফিস সহকারি রুহুল আমিন। মামলায় ৫ জন আসামির মধ্যে ২জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ত্রাণ সামগ্রী চুরির অভিযুক্তরা হলেন, ইউএনও’র কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ওএস (অফিস সহকারি) জিল্লুর রহমান, ইউএনও’র গাড়ি চালক আশরাফুল আলম, উপজেলা ভূমি অফিসের পিয়ন সোলায়মান আলী, পিআইও অফিসের পিয়ন ফজলুল হক ও জিয়াউর রহমান। ত্রাণ চুরির ঘটনায় এলাকাবাসি বিক্ষোভ মিছিল করলে পুলিশ অভিযুক্তদের মধ্যে সোলায়মান ও জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, বুধবার দিবাগত রাতে ত্রাণ সামগ্রীর গুদাম ঘর থেকে ৩৬ কার্টুন ত্রাণ সামগ্রী চুরি করে অভিযুক্তরা। ঘটনাটি ফাঁস হয়ে গেলে অভিযুক্তদের বাসভবন ও পাচারের সময় মোট ১৭ কার্টুন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হলে আরো ১৯ কার্টুন উদ্ধার করা যায়নি। ইউনিসেফ এর আর্থিক সহায়তায় কার্টুন ভর্তি ওই সব ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে বিতরণের কথা ছিল। এতে উপজেলার ৫ ইউনিয়নের জন্য ৪শ’ কার্টুন ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। প্রতি কার্টুনে ১৮ ধরণের ত্রাণ সামগ্রী ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২টি করে শাড়ি, লুঙ্গি ও গামছা, ৫টি মেলামাইন প্লেট, ১টি বিছানার চাদর, হাড়িপাতিল, বালতি-মগ, তেলসাবান ও জেরিকেন।

(আরইএস/এটিআর/সেপ্টেম্বর ১২, ২০১৪)