রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পৃথক অভিযানে পাইপগান, ছোরা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

আটককৃতদের একজন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাদানী রামপুরা গ্রামের ওয়াজেদ আলী খোকার ছেলে শহিদুল ইসলাম নাদু (২৮)। তার কাছ থেকে একটি দেশীয় ১০ ইঞ্চি লম্বা পাইপগান সদৃশ অস্ত্র ও একটি লম্বা ছোরা উদ্ধার করা হয়।

অপরজন টাংগাইলের মধুপুর উপজেলার শালিকা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান ওরফে সুজন (২৮)। তার কাছ থেকে ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩৯ হাজার টাকা।

রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশারীয়া গ্রামের গেটপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাইপগান ও ছোরাসহ শহিদুল ইসলাম নাদুকে আটক করা হয়।

অপরদিকে, একইদিন আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার দিকপাইত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৩০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে সুজনকে আটক করে র‌্যাব।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের পর তাদেরকে স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ০৩, ২০২১)