রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র শাহিনুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও হয়েছে ওই পুত্রের।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা দায়রা ও জজ আদালতে এই দণ্ড দেন বিচারক মো. জুলফিকার আলী খাঁন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরের ২৪ তারিখে জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় পারিবারিক কলহের এক পর্যায়ে পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করে শাহিনুর রহমান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আবু সাঈদের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাহিনুর দীর্ঘদিন পলাতক থাকার পর ২০১৭ সালের ডিসেম্বরের ১০ তারিখে আত্মসমর্পণ করেন।

২৫ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

(আরআর/এসপি/অক্টোবর ০৩, ২০২১)