ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে “ট্রাফিক আইন মেনে চলি নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে  ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। রবিবার (৩ অক্টোবর)  পৌর শহরের চৌরাস্তায় এ প্রচারনা অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশের ট্রাফিক শাখার আয়োজনে প্রচারনা চলাকালে বক্তব্য দেন ঠাকুরগাঁও ট্রাফিক শাখার ইনচার্জ ফারুক আল মাসুদ সরকার, ট্রাফিক সার্জেন্ট পিযুষ, আব্দুর রউফ, এটিএসআই গৌতম, এনামুলসহ ট্রাফিক শাখার অন্যান্য কর্মকর্তাগণ। এ সময় যানবাহনের চালকদের বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। হেলমেট বিহীন এবং মোবাইলে কথা বলা অবস্থায় মটরসাইকেল না চালানোর জন্য প্রচারণা থেকে আহবান জানানো হয়।

সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং গাড়িতে যাতে করে ৩ জন যাত্রী পরিবহন না করা হয় সে বিষয়ে আহবান জানানো হয়। পরে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য বেশকিছু মটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

(এফআর/এসপি/অক্টোবর ০৩, ২০২১)