ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) বিকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হলিধানী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. বজলুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো.আনোয়ার পারভেজ ও আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ্ মো. ইব্রাহীম খলিল রাজা।সম্মেলনে বক্তৃতা রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ,জেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. কামাল হোসেন,সদর উপজেলার যুগ্ম-আহ্বায়ক হারুনর রশিদ,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মিজানুর রহমান,হলিধানী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিয়ার রহমানসহ প্রমুখ।
সম্মেলেনে বক্তারা বলেন তৃনমুল যুবলীগকে সুসংগঠিত করতে আমরা কেন্দ্রের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করে নতুন নেতৃত্ব গঠন করছি।
(একে/এসপি/অক্টোবর ০৩, ২০২১)