কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : উন্মুক্ত জলাশয় থেকে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক ও অবৈধ বাঁধ অপসারন করতে  কেন্দুয়া উপজেলা প্রশাসন রবিবার দিনভর অভিযান পরিচালনা করে। বেজগাঁও ব্রীজ এলাকা থেকে গোগ বাজার পর্যন্ত সুতি সাইডুলি নদী ও বামনখালি খালে বাঁশের বায়না ও জাল দিয়ে অবৈধ বাঁধ দিয়ে মাছ ধরে আসছিল এক শ্রেণির অমৎস্যজীবী প্রভাবশালী ব্যক্তি। তা অপসারন এবং কারেন্ট জাল জব্দ করতে দিনভর অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার। এসময় অভিযানে অংশ নেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও কেন্দুয়া থানা পুলিশের এসআই রোকনুজ্জামান ও আনসার ভিডিপির সদস্যরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং চায়না ম্যাজিক জাল আটক করে তা জব্দ করা হয়। এছাড়া বাঁশের বায়না জায়গাতেই কেটে দেয়া হয়। এতে প্রায় ৩ লক্ষ টাকার জাল ও অন্যান্য সামগ্রী রয়েছে। এসব জালগুলো উপজেলা প্রশাসনের তত্বাবধানে জব্দ করে রাখা হয়েছে। শুকনো মৌসুমে এসব জালগুলো বিনষ্ট করা হবে অথবা কারেন্ট জাল ব্যাতিত অন্য জালগুলো মালিকদের ফেরত দেয়া হবে। নদীতে এসব অবৈধ বাঁধ ও কারেন্ট জাল আটকের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। জলাশয়গুলোকে উন্মুক্ত ভাবে জন সাধারনের মাছ ধরার সুযোগ করে দেয়ার জন্যই এ অভিযান পরিচালিত হয়।

(এসবি/এএস/অক্টোবর ০৩, ২০২১)