সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণ সালুয়া এলাকায় কয়েক গ্রামের শত শত শিক্ষার্থী, ব্যবসায়ী ও জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তায় নির্মাণ করা মোজাফফর আলী বাড়ির পুল নামক ব্রিজের দু’পাশের গোড়ায় দীর্ঘদিন ধরে মাটি না থাকায় বিভিন্ন পণ্য পরিবহণসহ যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও জনসাধারণের।

উপজেলার দক্ষিণ সালুয়া গ্রামের মো. নূরুল হক (৭০), কামরুল হাসান (২০), মাসুদ (৩৫), স্বজীব (২৩) ও ছাব্বির (২০) বলেন, উপজেলার মধ্য সালুয়া-খিদিরপুর চকবাজার রাস্তা থেকে দক্ষিণ সালুয়ার দিকে যাওয়ার রাস্তার উপর দীর্ঘদিন আগে নির্মিত মোজাফফর আলী বাড়ির পুল নামক ব্রিজের দু’পাশে মাটি না থাকায় এ দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। মো. নূরুল হক আরো বলেন, তিনি নিজে একাধিকবার স্থানীয় সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমানকে বিষয়টি অবগত করে আসলেও তিনি মাটি ভরাটের কাজ করবো, করছি বলে কাল ক্ষ্যাপন করে আসছে।

এ ব্যাপারে সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার নিকট এসেছিল ব্রিজের উপরের কিছুটা অংশ ভেঙ্গে একটু নিচু করে নিজেদের অর্থায়নে ব্রিজের উপর দিয়ে ঢালাই করে রাস্তটি চলাচলের উপযোগী করতে ইউএনও স্যারের অনুমতি এনে দেওয়ার জন্য। সময়ের অভাবে ইউএনও স্যারের সাথে আমার আলাপ করা হয়নি। আমি ইউএনও স্যারের সাথে আলাপ আলোচনা করে ব্রিজটি সংস্কারের জন্য গ্রামবাসীকে অনুমতি এনে দিলেই তারা নিজেদের অর্থায়নে কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলবে।

(এসএস/এএস/অক্টোবর ০৪, ২০২১)