লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আহত সিনিয়র সিটিজেন সাহেব শেখ (৫৭) ১৭ দিন পর মারা গেছে। বুধবার সকালে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণ পাড়ায় গত ১৯ সেপ্টেম্বর বিকালে স্থানীয় একটি বিলে মাছ ধরার ঘূণি পাতাকে কেন্দ্র করে সাহেব শেখের সাথে একই গ্রামের জমির শিকদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে সাহেব শেখ জমির শিকদারকে মারপিট করে। এর জের ধরে ওইদিন রাত ৮ টার দিকে জমির শিকদারের ছেলে কিনু শিকদার, উজ্জল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামল চালিয়ে তার পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঠেকাতে গেলে দূর্বৃত্তরা সাহেবের ছেলে সোহাগ শেখকেও কুপিয়ে আহত করে।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে তাদেরকে ওই রাতেই খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার সকালে আহত সাহেব শেখ মারা যায়। বুধবার দুপুরে খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বয়রা গ্রামের হামলার ঘটনায় চারজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাই এখন হত্যা মামলা হিসেবে গ্রহন করা হবে।

(আরএম/এসপি/অক্টোবর ০৬, ২০২১)