আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এক বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। স্যাটেলাইট টাউনে শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন।

পুলিশ জানায়, পাকিস্তান সরকারের সহযোগী সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একটি গাড়িকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এই বোমা হামলা করেছেন।

এ ছাড়াও রিকশাসহ আরও দুটি গাড়িবোমা বিস্ফোরণের শিকার হয়েছে।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৩, ২০১৪)