সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় জাইকার প্রশিক্ষন কেন্দ্রে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, চিরাং ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপ, বলাইশিমুল ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক ও কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় বক্তাগণ বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রত্যেক নাগরিককে নির্ভুল ভাবে নিজের এবং রাষ্ট্রের প্রয়োজনেই নিবন্ধনের কাজটি করতে হবে। এজন্য সকলকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানানো হয়।

(এসবি/এসপি/অক্টোবর ০৬, ২০২১)