সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সুতি সাইডুলি নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইন উদ্দিন খন্দকার। 

আদালত পরিচালনাকালে সহযোগিতা করেন, কেন্দুয়া থানা পুলিশের এস.আই তানভীর মেহেদি, আদালত নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে জুড়াইল গ্রামের সাদেক মিয়া (৬০) ও রাকিব মিয়াকে (১৫) আটক করে ২ ঘন্টা পর মুচলেখা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এদিকে জব্দকৃত জাল শুকানোর পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট। উল্লেখ্য এই নদীতে গত রোববার দিনভর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের জাল আটক করা হয়েছিল। অভিযান পরিচালনাকালের নির্দেশনা অমান্য করে আবার নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরায় এ অভিযান পরিচালনা করা হয়।

(এসবি/এসপি/অক্টোবর ০৬, ২০২১)