অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ সোহেল মল্লিক (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। 

বুধবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানের সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। সোহেল মল্লিক শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাবরআলী মল্লিকেরকান্দি গ্রামের আবদুল আজিজ মল্লিকের ছেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিস সূত্রে জানা গেছে, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদে জানতে পায়, কুমিল্লা থেকে ট্রাকযোগে এক মাদক কারবারী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে শিবচর উপজেলার দিকে যাচ্ছিল। পরে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালায়।

এসময় সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকার পল্লী বিদ্যুতের সামনে থেকে একটি ট্রাক আটক করে। ট্রাক থেকে পলিথিনে মোড়ানো ২৭ কেজির ৯টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। মাদক কারবারী শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাবরআলী মল্লিকেরকান্দি গ্রামের আবদুল আজিজ মল্লিকের ছেলে সোহেল মল্লিককে গ্রেফতার এবং সেই সাথে ট্রাক জব্দ করে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, ‘গ্রেফতারকৃত সোহেল মল্লিক এর আগেও বিভিন্ন সময়ে মাদক মামলায় জড়িত। আর আটক হওয়ায় গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার আদালতে পাঠালে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়।’

(ওকে/এসপি/অক্টোবর ০৬, ২০২১)