সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবার মান নিশ্চিত করার ফলে প্রিন্সিপাল অফিসার থেকে পদোন্নতি পেয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হলেন, মোঃ আমিনুল হক। তিনি মদন পূবালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
   

মদন উপজেলায় পূবালী ব্যাংকে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মে যোগদানের পর থেকেই তিনি গ্রাহকদের উন্নত সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে সততার সঙ্গে ব্যাংকটি পরিচালনা করতে গিয়ে কোন অবস্থাতেই পিছপা হননি তিনি। প্রিয়ভাষী মেধাবী মুখ মোঃ আমিনুল হক এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে লেখাপড়া শেষ করে কর্মে যোগদান করেন।

বাবার চাকুরির সুবাদে তিনি নেত্রকোণা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সনে এস.এস.সি পাস করেন। এরপর ২০০২ সালে নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাস করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ২০০৮ সালে অনার্স সম্পন্ন করেন। ২০০৯ সালে তিনি মাষ্টার্স পরীক্ষায় কৃতকার্য হন।

মোঃ আমিনুল হক ২০১৭ সালে বিআইবিএম থেকে এমবিএম কোর্স এবং ২০১৯ সালে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি ইন আইসিটি কোর্স সম্পন্ন করেন। মোঃ আমিনুল হকের পৈত্রিক বাড়ী গফরগাঁও উপজেলার ভায়রইল গ্রামে হলেও বর্তমানে ময়মনসিংহের পুরুহিত পাড়ায় স্থায়ী ভাবে বসবাস করেন। তার বাবা কৃষিবিদ মোঃ আজিজুল হক নেত্রকোণা কৃষি বিভাগের উপ-পরিচালক হিসেবে ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তার মা ফাতেমা আজিজ একজন গৃহিনী। আদর্শ মা বাবার সন্তান হিসেবে মোঃ আমিনুল হক তার চাকুরি জীবনে বাবার পদাঙ্ক অনুসরণ করে সকল মানুষের স্নেহ ভালোবাসা ও পরম মমতায় দায়িত্ব পালন করে চাকুরি জীবন শেষ করতে চান। তিনি তার দাম্পত্য ও পারিবারিক জীবনেও অনেক সুখি।

(এসবি/এএস/অক্টোবর ০৬, ২০২১)