রায়হান তারেক

আকাশের নীলিমার কাছে যেতে চায় মন
শুভ্র মেঘ হয়ে উড়ে যেতে চায় মন
পাখি হয়ে একদল পাখির সঙ্গে
জল হয়ে নদীর কাছে;
শিশির হয়ে ঘাসে।
সবুজ পাতায় গাছে
শুভ্র শরতের কাশফুল কিংবা শিউলি হয়ে
তানপুরার তার কিংবা তোমার গানের সাত সুর।
ঝরনা হয়ে পাহাড়ের কান্না
যেতে যায় মন কোন সুদূরে?

বিজন ছায়ায় একাকী বিষাদে
আবিষ্ট তোমার অসীমে ক্ষণেক পূর্ণতায়।

কল্পনায় অমোঘ প্রেম অম্বরে
জ্যোৎস্নার ছায়া, একি অলীক সংস্রব
যেন মধুর সন্তর্পণে!