মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরার নির্বাচন বর্জনের মধ্যদিয়ে আ.লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৩শ ৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ'লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২শ' ৮৩ ভোট। 

নির্বাচনের দিন সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টার দিকে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আধা ঘন্টা পর অর্থাৎ বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন চা শ্রমিক সন্তান স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা।

এ দিকে বিচ্ছিন্ন দু'একটি ঘটনা ছাড়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

নির্বাচনের অপর দুই প্রার্থী উপজেলা কৃষক লীগের মো. আফজল হকের প্রাপ্ত ভোট ১২ হাজার ৪শ ৪৬ এবং জাতীয় পার্টির প্রার্থী নাঙ্গল প্রতীকে মো. মিজানুর রব পেয়েছেন ৭শ ৯৪ ভোট।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ৮০টি কেন্দ্রের ৫শ ৭৯টি বুথে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে শ্রীমঙ্গল পৌরসভা এলাকা ও সদর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি অনেকটা কম। দুপুরের দিকে আবার অনেক কেন্দ্র ভোটার শূন্য থাকতেও দেখা যায়।

নির্বাচনে উপজেলার ২লক্ষ ৩৩ হাজার ৯শ ১৬ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৬ হাজার ৫শ' ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, চলতি বছরের গত ২১ মে উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব'র মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

(একে/এসপি/অক্টোবর ০৮, ২০২১)