রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া ডুমুরতলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছামিরন বেওয়া (৫৫) নামে এক বিধবাকে নিজঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ অক্টোবর) ভোর ৪ টার দিকে ওই ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নিহত ছামিরন বেওয়া ওই এলাকার মৃত নেহাল মিয়ার স্ত্রী। তিনি নিঃসন্তান ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ভুমিহীন হওয়ায় ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন ছামিরন। ওই ঘরে তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে তিনি খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১ টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিহত ছামিরনের মাথাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত দেখা গেছে। হত্যাকাণ্ডের পর পেছনের জানালা কেটে ঘাতকরা পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে ঘাতক শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহতের পালিত মেয়ে বেলা আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

(আরআর/এসপি/অক্টোবর ০৮, ২০২১)