মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সহযোগী সংগঠন “মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ” সারাদেশে বিশ্ববিদ্যালয়, কলেজসমুহে কমিটি গঠন করার লক্ষ্য ৫ সদস্য বিশিষ্ট জাতীয় সমন্বয় কমিটি ঘোষণা করেছে।

এতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধাসন্তান শাফি সমুদ্র (যশোর) এবং তার সঙ্গে সমন্বয়কারী হিসাবে নির্বাচিত হয়েছে- কাজী টিটো(যশোর), সানবীর আহমদ সেজান (ঢাকা), শামীম সাগর(কুষ্টিয়া) এবং হাসনাত শাহীন (মেহেরপুর)।

এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তানদ সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া বলেন, মুক্তিযোদ্ধা কোটা সহ ৭ দফা দাবি আদায়ের আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সহযোগী সংগঠন “মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ” সারাদেশে বিশ্ববিদ্যালয়, কলেজসমুহে কমিটি গঠন করার লক্ষ্যেÑ শাফি সমুদ্র’কে প্রধান সমন্বয়কারী এবং কাজী টিটো, সানবীর আহমদ সেজান, শামীম সাগর এবং হাসনাত শাহীন’কে সমন্বয়কারী করে পাঁচ সদস্য বিশিষ্ঠ একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হলো। দেশের সকল বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধাদের উত্তরপ্রজন্ম এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সকল ছাত্রছাত্রী যারা কমিটিতে থাকতে আগ্রহী আছেন, সমন্বয় কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ করা গেলো।

প্রধান সমন্বয়কারী শাফি সমুদ্র বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সহযোগী সংগঠন ‘মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদ’। সারাদেশে বিশ্ববিদ্যালয়, কলেজসমুহে এই সহযোগী সংগঠনের কমিটি গঠন করার লক্ষ্য ৫ সদস্য বিশিষ্ট জাতীয় সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সমন্বয় কমিটিতে আমাদের নির্বাচিত করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও কেন্দ্রীয় মহাসচিব সফিকুল ইসলাম বাবু ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের পক্ষ থেকে তাঁরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের উপরে এই দায়িত্ব দিয়েছেন, দেশের সকল বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমুহে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধাদের উত্তরপ্রজন্ম এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সকল ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেই উদ্দেশ্য সফল করার চেষ্টা করবো।

(এস/এসপি/অক্টোবর ০৯, ২০২১)