লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার ছয় শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত সেই শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বামনী এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মঞ্জুরুল কবির কাজীর দীঘির পাড় আলিম মাদ্রাসার শিক্ষক ও একই ইউনিয়ন জামায়াত ইসলামের আমির বলে জানা গেছে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুলকে আটক করা হয়েছে। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রায়পুর উপজেলার হামছাদী কাজীর দীঘির পাড় আলিম মাদরাসায় ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জন শিক্ষার্থীকে দাঁড় করিয়ে কক্ষের সামনের বারান্দা আসতে বলেন। পরে কাঁচি দিয়ে মাথার টুপি সরিয়ে ৬ শিক্ষার্থীর চুল কেটে দেন। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ভাইরাল হয়। এ বিষয়ে শুক্রবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

(এস/এসপি/অক্টোবর ০৯, ২০২১)