নাটোর প্রতিনিধি : নাটোরের সিভিল সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইন ভিত্তিক সামাজিক জবাবদিহিতা টুলস্ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ৩টায় জুম অনলাইনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ ও মূখ্য আলোচক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এ ক্যাম্পেইনের আয়োজন করে।

ডিপিএফ এর সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য মোস্তাফিজুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে অন্যদের মধ্যে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, এ্যাডভোকেট সুকুমার রায় বিপলু সহ সিভিল সোসাইটির প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেয়।

(এডিকে/এসপি/অক্টোবর ০৯, ২০২১)