স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা জজ আদালত ভবনের সম্মেলন রুমে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) সকালে কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, নির্বাহি প্রকৌশলী স্বপন চাকমা, জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর প্রতিনিধি, গাজীপুর জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ গাজীপুর আইনজীবী সমিতিরি সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন কাজল উপস্থিত ছিলেন। সভার সভাপতি বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম মামলার দ্রুত নিষ্পত্তিতে করণীয় বিষয়ক দিক নির্দেশ দেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে দীর্ঘ দিন কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। পুলিশ সুপার এসএম শফিউল্লাহ গাজীপুর জেলা পুলিশ এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার নিশ্চয়তা দেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশ দেন। অন্য বক্তারা বিচার প্রত্যাশী জনগণের ন্যায় বিচার প্রদানের লক্ষে যে কোন ধরনের ভূমিকা রাখতে বদ্ধ পরিকর মর্মে জানান।

পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সভার অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা কামনা করেন।

(এসআর/এএস/অক্টোবর ০৯, ২০২১)