ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেয়েছে ৩০ কিশোর। শনিবার (৯ অক্টোবর) এশার নামাজের পর উপজেলার মজলিশপুরের মাওলানা পাড়া যুবকল্যাণ পরিষদ তাদের হাতে সাইকেল তুলে দেন।

পরিষদের সভাপতি জহিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে হাজী ওমর ফারুক, বক্তারমুন্সী ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, চরলক্ষীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াস, তাকিয়া বাজার ওসমানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জানান, মোবাইলে আসক্ত ও অপসংস্কৃতি থেকে শিশুদের ফিরিয়ে নিতে এ উদ্যোগ নিই। টানা ৪০ দিন নিয়মিত ও জামাতে নামাজ আদায় করবে তাদের জন্য উপহার হিসেবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা করি। বিষয়টি সঠিকভাবে তদারকির জন্য স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়। ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩০ কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২১)