স্টাফ রিপোর্টার, গাজীপুর : ক্ষমতার অপব্যবহার করে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক গাজীপুর প্রেসক্লাব দখলের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। 

রবিবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় এ আয়োজনে নেতৃবৃন্দ আইন অমান্যকারী জাহাঙ্গীর আলমের শাস্তি দাবি করেন। সাংবাদিক নেতৃবৃন্দা বলেন, এই জুলুমবাজ জাহাঙ্গীর আলম গাজীপুরকে মগের মুলুক বানাতে চায়। কিন্তু তা হতে দেওয়া হবে না।

প্রেসক্লাবের সভাপতি মাসুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান ও প্রতিবাদ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক, সাধারণ সম্পাদক রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম (লিটন), আফজাল হোসেন, এম এ ফরিদ, আবিদ হোসেন বুলবুল, সাদেক আলী প্রমুখ।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র লীগ নেতা নাহিদ মোড়ল, স্বেচ্ছাসেবক লীগের শাওন, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ চেয়ারম্যান শাহ্ সুলতান আতিক। ।

বক্তারা আরো বলেন, গত ৮ আগস্ট গাজীপুর প্রেসক্লাব দখলের নেতৃত্ব দেন মেয়র জাহাঙ্গীর আলম। এর প্রতিবাদ জানিয়ে গত ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত গঠনতন্ত্র অনুযায়ী গত ৫ আগস্ট রেজিষ্ট্রেশন প্রাপ্ত (গা-০৭৭০) গাজীপুর প্রেসক্লাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়রের সমর্থিত প্রার্থী পরাজিত হন। এতে ক্ষুব্ধ হয়ে মেয়র জাহাঙ্গীর আলম নির্বাচনের দু‘দিন পর ৮ আগস্ট সকাল ৯টার দিকে হাজারো ভাড়াটে লোক নিয়ে তালা ভেঙ্গে ক্লাব ভবন দখল করেন।

(এস/এসপি/অক্টোবর ১০, ২০২১)