তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকেলে বিরুলিয়ার আক্রাইন উচ্চ বিদ্যালয় মাঠে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌল্লা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজিব। তিনি বলেন, আজ দীর্ঘ ১৮ বছর পর ঐতিহ্যবাহী বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থা ও নির্ভরযোগ্য আওয়ামী লীগের ঘাটি এই ঐতিহ্যবাহী বিরুলিয়া ইউনিয়ন।বাংলাদেশ আওয়ামী লীগের দূরদিনে বিএনপি জামাত সরকার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অনেক ভূমিকা ছিল। আমি বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে যারা বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দিবে তারা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিরুল হাসান কামাল, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল রহমান সুজন, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল মালেক।

এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ মার্সেল পেরেরা,সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক নিউটন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলামসহ আরো অনেকে।

সম্মেলনে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হাজী আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আবুল মালেক কে নির্বাচিত করা হয়।

(টিজি/এসপি/অক্টোবর ১১, ২০২১)