নাটোর প্রতিনিধি : শনিবার নানা আয়োজনে নাটোরে প্রয়াত আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য  শংকর গোবিন্দ চৌধুরীর ১৯তম প্রয়ান দিবস পালিন করা হয়। জেলা আওয়ামীলীগ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, শংকর গোবিন্দ স্মৃতি সংসদ, জেলা আইনজবী সমিতি নানা কর্মসুচীর মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকালে শহরের নিচাবাজার ‘শংকর ভবনে’  ও স্থানীয় দৈনিক উত্তরবঙ্গ বার্তা অফিস প্রঙ্গনে জেলা আওয়ামীলীগ প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে। পরে সদর উপজেলার ছাতনী শ্মশানবেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নাটোর রানীভবানী রাজ প্রাসাদ চত্বরের আনন্দ কালীমাতার মন্দির প্রাঙ্গনে স্মরনসভা এবং বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরন করে। এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা আওয়ামীলীগ সভাপতি সাজেদুর রহমান খান,সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ,পুজা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা,জেলা বার সমিতির সাধারন সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,অ্যাডভোকেট কামরুল ইসলাম,আব্দুল মালেক শেখ,প্রয়াত নেতার কন্যা উমা চৌধুরী জলি ,অধ্যাপক মজিবুল হক নবী,অধ্যাপক অলোক মৈত্র, অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ,এহিয়া চৌধুরী,খগেন্দ্র নাথ রায়, নরেন্দ্র নাথ রায়,অ্যাডভোকেট শ্যামল দাস, সুব্রত কর্মকার প্রমুখ।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী ১৯২৬ সালের ৪ মার্চ নাটোর সদর উপজেলার ভাবনী গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন । ৬৬’র ছয়দফা আন্দোলনের সময় তিনি একবছর কারা ভোগ করেন। ১৯৭০ এর নির্বাচনে এমসিএ নির্বাচিত সহ সপ্তম জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু সরকারের সময় গর্ভনর হন। ১৯৯৫ সালের ১৩ সেপ্টেম্বর তিনি পরলোকগমন করেন। তিনি মৃত্যুর পুর্ব পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)