সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী (১২ অক্টোবর) দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

প্রায় তিন হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ডাঃ শান্তনু কুমার সাহা’র সার্বিক ব্যবস্থাপনায় রোগী দেখেন ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ সনদ ঘোষ, ডাঃ রাজেশ সাহা ও ডাঃ শাফওয়ানুর রহমান শান্ত। এসময় উপস্থিত ছিলেন, অত্র মন্দির কমিটির সভাপতি শিব শংকর দত্ত, সাধারণ সম্পাদক বিনোদ কুমার দত্ত, পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর কুমার চক্রবর্তী প্রমুখ।

মেডিকেল ক্যাম্পের উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, গত দশ বছর যাবৎ প্রতি দুর্গা পূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। এ বছর প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা দেয়ার পাশাপাশি ৫ লক্ষ টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

(এম/এসপি/অক্টোবর ১২, ২০২১)