গত মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও কয়েকটি পত্রিকায় " ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ" শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ সত্য না।সরকারি বিধি মোতাবেক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৩ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়ে
পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস,ডিজি মহোদয়ের প্রতিনিধি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে আগামী ১৬ অক্টোবর শনিবার মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এখানে প্রকৃত মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে কোন প্রকার নিয়োগ বাণিজ্যে করার সুযোগ নেই। একটা স্বার্থানেষী মহল তাদের সুযোগ সুবিধা হাসিলের জন্য বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ওই সকল প্রকাশিত সংবাদে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো.মোয়াজ্জেম হোসেন
সভাপতি
ম্যানেজিং কমিটি
ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়
সদর উপজেলা, ঝিনাইদহ।

(একে/এসপি/অক্টোবর ১৩, ২০২১)