ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ফায়ার সার্ভিসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঈশ্বরদীর সাঁড়ায় আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড নিরসন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ অক্টোবর) সকালে সাঁড়া ইউনিয়নের ঐতিহ্যবাহি আসনা ফুটবল মাঠ প্রাঙ্গনে দিবসটি পালন করা হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি মহাদয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নায়েব আলি বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সাঁড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

এসময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনজুর রহমান সরদার, শেখ আকবর আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেনসাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদার, যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং অত্র অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা পানাউল্লাহ সরকারসহ সকল মুক্তিযোদ্ধাগ।

এছাড়া সাঁড়া ইউনিয়ন আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ সাঁড়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসপি/এসপি/অক্টোবর ১৩, ২০২১)