আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশীটভুক্ত আসামী ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ,এইচ,এম ফুয়াদকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ফুয়াদ ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলার আসামি।

তার বিরুদ্ধে ফরিদপুরে প্রায় ডজনখানেক মামলা রয়েছে। এর ভিতর মানি লন্ডারিং ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।

এ বিষয়ে ফরিদুপরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে। এর আগে তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছিলো।

তিনি বলেন, এ ব্যাপারে আজ বুধবার দুপুরে জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। সেখানে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

(এন/এসপি/অক্টোবর ১৩, ২০২১)