মো: ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার : নোয়াখালী সুবর্ণচরে মহিষের টীকা ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয় মঙ্গলবার ৮ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কারিগরি সহায়তায় এস ই পি প্রকল্পের আওতাধীন চর মহিউদ্দিনের মহিষ খামারি মোঃ আলমগির ও ব্যারাক বাজারের মহিষ খামারি মোঃ আব্দুল মালেকের মহিষ খামারে মহিষের টিকা গ্রহণ ও কৃমিনাশক ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পে প্রোজেক্ট ম্যানেজার মোঃ হাসনাইন, কারিগরি কর্মকর্তা সঞ্জীব চন্দ্র নাথ, সহকারি কারিগরি কর্মকর্তা , ফাইনান্স অফিসার ও ইউ পি সদস্য মোঃ আব্দুল হাই (শুকুর মেম্বার) উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে ৫০ টি মহিষকে টিকা ও কৃমিনাশক প্রদান করা হয়। আধুনিক পদ্ধতিতে বাড়িতে খামারে মহিষ পালন, মহিষের উত্তম বর্জ্য ব্যবস্থাপনা ও নিয়মিত টিকা ও কৃমিনাশক প্রদানের উপর খামারিদের উদ্বুদ্ধ করা হয়।

(আইইউএস/এএস/অক্টোবর ১৩, ২০২১)