ফেনী প্রতিনিধি : "মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফেনীর সোনাগাজীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিবির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অগ্নিকান্ড নিবার্পন, ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুল মাঠে এসব কর্মসূচী পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, জোবেদা নাহার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশ, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার জামিল আহম্মদ ও সদ্য নির্বাচিত পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন।

(এনকে/এসপি/অক্টোবর ১৩, ২০২১)