নাটোর প্রতিনিধি : পুর্ব বিরোধের জেরে নাটোরে নাসির (১৫) নামে এক মানসিক প্রতিবন্ধি কিশোরকে ঘরের মধ্যে আটকে রেখে মারপিট করে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। আহত নাসিরকে নাটোর আধুনিক সদর হাসাপতালে ভর্তি করা হয়েছে।

আহত নাসিরের পরিবার জানায়,মানসিক প্রতিবন্ধি নাসির চর তেবাড়িয়া তার নানি জহুরা বেগমের বাড়িতে থাকতো। পুর্ব শত্র“তার জেরে প্রতিবেশী হাফিজুর,মকলেছুর, ও নাসিমা বেগম তাকে ডেকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে আটকে রাখে। পরে নাসিরকে তারা ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে ওই তিনজনসহ আরো ৪/৫ জন তাকে বেধড়ক মারপিট করার পর হাত-পা বেঁধে জহুর বাড়ির সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নাসিরের মা নাছিমা বেগম জানান, নাসির তার আগের স্বামী রহিমের ছেলে। তিনি নিজে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)