নাটোর প্রতিনিধি : শনিবার নলডাঙ্গায় আরজ আলী (৩৬) নামে ভুটভুটির চেইন মাষ্টারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এক অটো রিক্সা চালক।  আহত আরজ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত অটোরিক্সা চালক আব্দুল হাকিমকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, শনিবার দুপুরে নলডাঙ্গা ভটভটি (স্যালো ইঞ্জিন চালিত গাড়ি) স্ট্যান্ড এলাকায় যাত্রি উঠানো নিয়ে ভটভটির চেইন মাষ্টার আরজ আলীর সঙ্গে অটোরিক্সা চালক আব্দুল হাকিমের ঝগড়া বাধে।

একপর্যায়ে আব্দুল হাকিম হাতুরি দিয়ে ভটভটি চেইন মাষ্টার আরজ আলীকে বেধড়ক মারপিট করে। হাতুড়ি পেটায় আরজ আলীর মাথা ফেটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল হাকিমকে আটক করে থানায় নিয়ে যায়।


নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

(এমআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)