সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা চায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ। আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকা প্রতীকের নির্বাচন করতে চান। এ লক্ষে ইউনিয়নের প্রতিটি ভোটার, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করছেন শরিফ। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

শরিফুল ইসলাম শরিফ ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬-৯৭ সালে সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৯৭ সালে একই কলেজে ছাত্র সংসদের নির্বাচনে এজিএস পদে নির্বাচিত হয়। ১৯৯৮ সালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।

তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম শরিফ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জনগণকে সেবা দিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাত-দিন পরিশ্রম করছি। আমার ইচ্ছে ‘গ্রামকে শহরে’ রূপান্তরিত করা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হামলা ও মামলার শিকার হয়েছি বহুবার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকেই নৌকার মনোনয়ন দেবে বলে আশাবাদী।

(এম/এসপি/অক্টোবর ১৬, ২০২১)