আন্তর্জাতিক ডেস্ক : সরকারি কাজে জিমেইল এবং ইয়াহু মেইল এর ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত সরকার।

জানা যায় সরকারি তথ্য সুরক্ষার জন্যই এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত রাশিয়ায় গুগলের ৫০ লাখ ব্যবহারকারীর ‘পাসওয়ার্ড’ হ্যাক হয়েছে। এরপর থেকেই ভারত এ বিষয়ে চিন্তা শুরু করে।

ভারতের অনলাইন নিউজ পোর্টালগুলো জানায়, চলতি মাসের শেষে অনুমোদনের জন্য এমন প্রস্তাব ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর মন্ত্রিসভায় পেশ করতে পারে বলে ।

এগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি যোগাযোগের ক্ষেত্রে বিশেষত, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের সুরক্ষার জন্য জিমেইল ও ইয়াহু মেইল নিষিদ্ধ করার কথা ভাবা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আলাদা মেল সার্ভার রয়েছে। বিদেশ মন্ত্রকেও তেমনই অনুসরণ করা হবে। সাইবার ক্রাইম ও হ্যাকিং বেড়ে যাওয়ায় এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে।

তবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ৫ থেকে ৬ লাখ কর্মকর্তা-কর্মচারীর মেইল আইডি বদলাতে হবে।

আর এতে সরকারি এই নয়ানীতি কার্যকরী করতে সবমিলিয়ে খরচ ৫০-১০০ কোটি টাকা প্রয়োজন হবে বলে ধরা হচ্ছে।

(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ১৩, ২০১৪)