আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলার ইমাম বাড়ি কুমার নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। 

আজ শনিবার বিকালে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এলিভেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান তালুকদারের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্র ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ শামীম হক, জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাষ্টার, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইউপি চেয়ারম্যান প্রার্থী খোরশেদ খান, ব্যবসায়ী মোশাররফ হোসেন তালুকদার, তরুন সমাজ সেবক ইব্রাহিম হোসেন মৃধা, মোঃ সায়েম মিয়া ( টিটন), যুবলীগ নেতা সোহেল মাহমুদ প্রমূখ।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় ছোট-বড় ৭টি নৌকা অংশগ্রহন করে। এরমধ্যে গট্টির চানমিয়ার নৌকা প্রথম ও সাজিদ মাতু্ব্বারের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে।

নৌকা বাইচ দেখতে ইমামবাড়ি কুমার নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভীড় জমায়। সেই নদীর দুই পাড়ে বসে মেলা। সবাই মিলে উপভোগ করে নৌকা বাইচ ও মেলা।

(এন/এসপি/অক্টোবর ১৬, ২০২১)