সুরঞ্জিত বিশ্বাস সুমন, অস্ট্রেলিয়া প্রতিনিধি : অস্ট্রেলিয়ার মেলবোর্নে সাড়ে ৪০০ কেজি হেরোইন জব্দ করেছে দেশটির প্রশাসন। যার অনুমানিক মূল্য ৮৮৮ কোটি টাকা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানায়, সিরামিক টাইলসের চালান নিয়ে মালয়েশিয়া থেকে মেলবোর্নে একটি কন্টেইনার জাহাজ আসে ২৯ সেপ্টেম্বর। পরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের অফিসাররা হেরোইনের প্রমাণ পেলে ফেডারেল পুলিশকে জানায়। সেই জাহাজ থেকেই এই বিপুল পরিমাণ হেরোইন জব্দ করা হয়। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক মালয়েশীয়কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ আরো জানায়, চোরাচালান রুখতে অস্ট্রেলিয়ান পুলিশ মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক চোরাচালান-সংক্রান্ত মামলা করলেও তার নাম প্রকাশ করেনি পুলিশ। দোষী প্রমাণিত হলে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ওই ব্যক্তির সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।

এদিকে, হেরোইনের এত বড় চালান জব্দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(এসবি/এসপি/অক্টোবর ১৭, ২০২১)