রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার সীমানা নির্ধারণ জটিলতার কারণে উপজেলার কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে দীর্ঘ ১৯ বছর যাবৎ ভোট না হওয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত ইউনিয়ন দুটির ৩য় ধাপের তফশীলে অন্তর্ভূক্ত না হওয়ায় ভোটাধিকার বাস্তবায়ন কমিটি গঠন করে ভোটের দাবীতে ১৭ অক্টোবর সকালে রংপুর-ঢাকা জাতীয় মহাড়কের জুনদহ নামক স্থানে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক শামিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আঃ সামাদ, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শামীম প্রধান, আঃ হালিম, আবুল হোসেন, আঃ সোবহান, সদস্য মতলুবর রহমান মিন্টু, খলিলুর রহমান প্রমূখ।

অপরদিকে ১৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার নামক স্থানে কিশোরগাড়ী ইউনিয়নের ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আয়োজেন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতোয়ার রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা, জাকির হোসেন লিটন, আমজাদ হোসেন, এনামুল মন্ডল, শাহীন মন্ডল, সাজু প্রামানিক, লুৎফর রহামন, বাবলু মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সম্ভব্য প্রার্থী জেসমিন আক্তার প্রমূখ। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন আগামী ৪র্থ ধাপের তফশীলে উক্ত ইউনিয়ন দুটির নির্বাচন না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেন।

(আর/এসপি/অক্টোবর ১৭, ২০২১)