দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে  ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক জনাব অরুণ কুমার শীল এর নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মন্ডলির সদস্য জনাব রফিকুজ্জামান লায়েক,জনাব আজাদ আবুল কালাম ফরিদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক, বেলায়েত হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পরিদপুর জেলা শাখা সম্পাদক মন্ডলীর সদস্য।

সভায় বক্তারা বর্তমান সরকারকে জালেম সরকার বলে অভিহিত করে।তারা বলেন এই সরকার রাতের ভোটে নির্বাচিত সরকার তাই জনগনের কথা তারা চিন্তা করে না। দিনদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই। আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে যদি জিনিসপত্রের দাম সাধারণ জনগণের ক্রয়সীমার মাঝে না আনা হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে সরকারকে জিনিসপত্রের দাম কমাতে বাধ্য করা হবে।

(ডিসি/এসপি/অক্টোবর ১৭, ২০২১)