ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্চরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটে এতে ১ নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর (শনিবার) রাত সাড়ে ১১ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের হালিম মাঝির নতুন বাড়ীতে।

আহতরা হলেন, চর বাগ্যা গ্রামের মোজাফ্ফর মাঝির পুত্র আবুল বাসার (৩৮), আব্দুল মালেক (২৮) ও তার স্ত্রী আয়েশা আক্তার ফেন্সী (২৩) অপর পক্ষের আহতরা হলেন প্রতিবেশী একই গ্রাামের কালু হাজি প্রকাশ কালু মেম্বারের
পুত্র আলতাফ হোসেন(২৮), সোহরাব হোসেন(৩৫)। আহতরা বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগি উত্তর বাগ্যা গ্রামের মোজাফফর মাঝির পুত্র আব্দুল মালেক বলেন, "পারিবারিক কলহের জের ধরে রাত ১১ টায় প্রতিবেশী সোহরাবের স্ত্রীর সাথে আমার স্ত্রীর ঝগড়াঝাঁটি হয়। এক পর্যায়ে কালু মেম্বারের ছেলে সোহরাব, আলতাফ (২৮), জাকির হোসেন (৪০), জাকের এর পুত্র আব্দুর রহমান (১৭), আব্লু কালামের পুত্র শাহাদাত(২৬) আমাদের ওপর অতর্কিত হামলা করে এবং আমার আমার স্ত্রী আয়েশার ওপর অমানুষিক নির্যাতন করে।

প্রত্যক্ষদর্শী একই গ্রামের সুফিয়া, মেহের বানু, সুফিয়া জানান, আব্দুল মালেকের স্ত্রীকে নিয়ে অভিযুক্তরা নোং রা মন্তব্য করায় উভয় পক্ষের মধ্যে ঝগড়াঝাঁটি হয় এবং মারামারির ঘটনা ঘটে এতে দুই পক্ষের লোকজন আহত হয়।

অভিযুক্ত আলতাফ, জাকির বলেন, আব্দ্লু মালেক বাড়ীতে আমাদেরকে গালমন্দ করে এতে আমরা বাঁধা দিলে সে চুরি নিয়ে আমার ভাই সোহরাবকে মারধর করে এবং আমারা বাঁধা দিতে গেলে আমাদেরকেও মারধর করে আহত করে।

চরজব্বার থানার এস আই সালেহ উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা এবং কেউ লিখিত অভিযোগ ও করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২১)