ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন "শেখ রাসেল দিবস" উদযাপন উপলক্ষে উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার থানা মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সুবর্নচর শাখা ও অঙ্গ-সহযোগি সংগঠন।

আওয়ামিলীগ নেতা এডভোকেট জসিমের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা আওয়ামি লীগের সভাপতি আলহাজ এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা যুবলীগ এর আহবায়ক ও চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, যুগ্ন আহবায়ক আমির খসরু মাহমুদ, চরক্লার্ক ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, চরক্লার্ক ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম, ৯নং ওয়ার্ড মেম্বার শেখ সেলিম।

অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক লোকমান হোসেন সাগর, চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ নেতা ইমাম উদ্দিন বাবর, চর জব্বার ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি আজগর হোসেন, সহসভাপতি বাবলু, ফরহাদ মেম্বারসহ উপজেলা ইউনিয়ন আওয়ামি লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মিবৃন্দ ।

(এস/এসপি/অক্টোবর ১৯, ২০২১)