হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্যোগে ও তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই প্রথম ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া গ্রামের মোছা. খোদেজা, সেলিম আহমেদ ও মোহাম্মদ আলীর সর্বমোট এক একর পতিত জমিতে তুলা চাষ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার গোবরাকুড়া গ্রামে তুলা চাষের জমি পরিদর্শন করেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো.নুরুল আমিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এবি এম লুৎফর রহমান, ফ্রেন্ডশিপ এগ্রিকালচার প্রজেক্ট আফিসার ফজলুর রহমান (আরিফ) প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার মো. মাসুদুর রহমান বলেন, এই প্রথম হালুয়াঘাটের গোবরাকুড়া গ্রামে তুলার আবাদ শুরু হলো। বোরোর পরে পতিত জমিতে তুলা শস্যকে অন্তর্ভক্ত করা যেতে পারে। এ বছর প্রায় এক একর জমিতে তুলার আবাদ হচ্ছে। ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এই উদ্যোগে নেওযায় এলাকার অনেক কৃষকই উদ্বুদ্ধ হয়ে তুলা চাষ করছে এবং আগামীতে তুলার আবাদ বৃদ্ধি হবে বলে তিনি বিশ্বাস করেন।

(জেসিজি/এসপি/অক্টোবর ১৯, ২০২১)