গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারে আকন্দ র্গামেন্টস নামের রমেশ বাবুর কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে  প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানায় , উপজেলার কামদিয়া বাজারে অবস্থিত আকন্দ গার্মেন্টস কাপড়ের দোকানে ভোর সোয়া ৬টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পার্র্শ্ববতী ঘোড়াঘাট উপজেলার ফায়ার সার্ভিস এর ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতি সাধনের ব্যাপারে গার্মেন্টসের মালিক রমেশ বাবুর দাবী প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইনর্চাজ নিরাঞ্জন সরকার জানিয়েছেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের কারণ বলা যাবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মানোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ পুজা উৎযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

(এসআরডি/এসপি/অক্টোবর ১৯, ২০২১)