মিলাদ হোসেন অপু, ভৈরব (কিশোরগঞ্জ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ভৈরবে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সোমবার শেখ রাসেলের জন্মদিনটিকে শেষ রাসেল দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। আলোচনা সভা পূর্বে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুস্পস্তবক অর্পণ করেন ভৈরব উপজেলা পরিষদ, ভৈরব উপজেলা প্রশাসন, ভৈরব থানা, ভৈরব মুক্তিযোদ্ধা সংসদ, ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

পুস্পস্তবক অর্পণ শেষে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তন বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।

এসময় বক্তারা বলেন, ১৯৬৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘৃণিত হত্যাকা-ে হায়েনাদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। শত্রুরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম।
আলোচনা ও দোয়া মাহিফল শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ভৈরব উপজেলার পক্ষ থেকে আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ১৯ জন প্রতিযোগীর মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

(এম/এসপি/অক্টোবর ১৯, ২০২১)