নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে কৃষকের ৫৭ শতাংশ জমির আমন ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামের পূর্ব মাঠে। এতে ওই কৃষকের প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। সুষ্টু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

জানা গেছে, মইশড় গ্রামের মৃত আলিম উদ্দিনের স্ত্রী মর্জিনা খাতুনের (৬২) মইশড় পূর্ব মাঠে শিবপুর মৌজায় ৫৭ শতাংশ ধানী জমি রয়েছে। বর্তমান সন্তানদের নিয়ে মর্জিনা খাতুন বগুড়া সদরে বসবাস করেন। ওই জমি প্রায় ৭বছর ধরে স্থানীয় মইশড় গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক বর্গাদার হিসেবে চাষাবাদ করেন। এবার আমন মৌসুমে স্বর্ণা-৫ জাতের ধান রোপন করা হয়েছে। ধান গাছ থেকে শীষ বের হয়েছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে ধান পাকতে শুরু হতো। অন্যান্য বারের তুলনায় এবার ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু গত ১৭ অক্টোবর ওই জমিতে রাতের আঁধারে কে বা কারা ক্ষতিকর আগাছা নাশক বিষ স্প্রে করে। এতে জমির অধিকাংশ ধান গাছ সোনালী বর্ণ ধারণ করে মরে যেতে বসেছে। দূর থেকে বুঝা যাচ্ছে জমির সমস্ত ধান পেকে গেছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে বর্গাদার মো.মোজাম্মেল বাদী হয়ে সোমবার (১৮ অক্টোবর) ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

(বিএস/এসপি/অক্টোবর ১৯, ২০২১)