স্টাফ রিপোর্টার, গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক দেশে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর প্রসঙ্গে বলেছেন, যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং স্বাধীনতায় প্রত্যক্ষভাবে বিরোধীতা করেছে। সেই অপশক্তিরা এ দেশকে একটা অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। মন্দিরে হামলার পেছনে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। 

মন্ত্রী আরো বলেন, আশা করছি অচিরেই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। তাদের কাছ থেকেই জাতি ও বিশ্ববাসী জানবে তাদের মদদদাতা কারা, আশ্রয়দাতা কারা। প্রকৃত দোষীরা অচিরেই চিহ্নিত হবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পাশে গাজীপুর কালেক্টরেট হাইস্কুল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেছেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর জেলা প্রশসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহম্মেদ, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন সরদার, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, যেখানে যত বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে সেখানকার মানুষ ততবেশি উপকৃত হবে। গাজীপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে আসন সীমিত থাকায় অনেকেই ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তি হচ্ছে। আশা করছি গাজীপুর কালেক্টরেট হাইস্কুলটি জেলা প্রশাসকের তদারকিতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

(এস/এসপি/অক্টোবর ১৯, ২০২১)