রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে স্বামীর সঙ্গে ঢাকা যেতে না পেরে অভিমানে শরিফুল বেগম (২২) নামে এক গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টুপকারচর গ্রামের নিজবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ টুপকারচর গ্রামের রতন বেপারির স্ত্রী এবং চারাইলদার গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, রতন বেপারি রাজধানীতে বেসরকারি একটি ফার্মে কর্মরত। তিনি কর্মস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলে বুধবার তার স্ত্রী শরিফুল বেগমও সঙ্গে ঢাকার বাসায় যেতে বাধ সাধেন। তাকে নিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

রতন বেপারি স্ত্রীকে সঙ্গে না নিয়ে বৃহস্পতিবার ভোরে মেলান্দহ রেল স্টেশন থেকে কমিউটার ট্রেনে কর্মস্থলে রওনা দেন। এই অভিমানে শরিফুল বেগম ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার বাবা নূরুল ইসলাম এসে মেয়েকে ফাঁসিতে ঝুলতে দেখেন।

প্রতিবেশীরা জানান, শরিফুল বেগমের ৬ মাসের শিশু সন্তান রয়েছে। ভোরে শিশুর কান্নাকাটি শুনে এগিয়ে গিয়ে দেখতে পান শরিফুল আত্মহত্যা করেছেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।

(আরআর/এসপি/অক্টোবর ২১, ২০২১)