আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সান্তাহার স্টেশন কলোনীর মৃত চাঁন্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যমবাশি দ্বিপপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল মালেক (২৮)। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান, বুধবার রাত সাড়ে ৮ টায় সান্তাহার পৌর শহরের যোগীপুকুর এলাকায় সাইলো সড়কে সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে রেখে মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিকালে আব্দুল মালেক এবং আব্দুর রহমানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ২১, ২০২১)